নিজস্ব প্রতিবেদক:
যাচাই-বাছাই কমিটির মাধ্যমে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) পাঠানো ৯০ হাজার মুক্তিযোদ্ধার তালিকা স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ নামের একটি নামস্বর্বস্ব সংগঠন।
জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার দুপুরে এক মানববন্ধনে সংগঠনটির সভাপতি মজিবুর রহমান বলেন, ‘ভাতাপ্রাপ্ত প্রকৃত মুক্তিযোদ্ধা ও অনলাইনে আবেদন করা প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে যাছাই-বাছাই কমিটি অর্থ ও দুর্নীতির মাধ্যমে ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা জামুকায় পাঠিয়েছে। এ তালিকা স্থগিত করতে হবে। পাশাপাশি যাচাই-বাছাই কমিটি অবিলম্বে বাতিল করতে হবে।’
তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি। যাদের সঠিক মুক্তিযোদ্ধার প্রকৃত কাগজপত্র নেই, তাদের দুর্নীতি ও অর্থের মাধ্যমে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বাছাই কমিটি বাতিল করে নতুন করে যাচাই-বাছাই করার জন্য যুদ্ধকালীন কমান্ডার ও জেলা প্রশাসককে এ কমিটির দায়িত্ব দিতে হবে।’
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কাদের মিয়া নেওয়াজ, সৈয়দা নাসিমা হায়দার রউফ, মো. মনিরুজ্জামান প্রমুখ।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

