২০শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:০৩

সিলেটে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের বিয়ানিবাজারে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে খালেদ আহমদ লিটু (২৩) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
সোমবার দুপুরে ছাত্রলীগের পল্লব ও পাভেল গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় শ্রেণিকক্ষে ঢুকে লিটুকে গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহত লিটু ছাত্রলীগের পাভেল গ্রুপের কর্মী বলে জানা গেছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা নিহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গুলি খালেদ আহমদ লিটুর মাথায় লেগেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা। কলেজে থমথমে অবস্থা বিরাজ করছে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ১৭, ২০১৭ ৮:০৯ অপরাহ্ণ