নিজস্ব প্রতিবেদক:
পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল। গত ৭দিন ধরে ১৭টি ফেরির মধ্যে নিয়মিত চলাচল করছে ৯টি ফেরি।
বিআইডব্লিউটিসি’র মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ম্যানেজার মো. সালাম হোসেন জানান, পদ্মা নদীতে স্রোতের কারণে এই নৌরুটে চলাচলকারী ফেরিগুলোকে দ্বিগুনেরও বেশি সময় নিয়ে পারাপার হতে হয়। যাত্রীবাহী বাসকে প্রাধান্য দিয়ে পারাপার করায় ঘাট এলাকায় আটকে আছে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক।
এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন এই রুটে চলাচলকারী যাত্রী ও চালকরা।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

