১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:০৩

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ রাতে

নিজস্ব প্রতিবেদক:

আজ বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতিসহ দেশব্যাপী চালু হওয়া বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হবে। এছাড়া চলতি মাসের শেষের দিকে বেগম খালেদা জিয়ার লন্ডন সফরে যাওয়ার কথা রয়েছে। এ বিষয়েও আলোচনা হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৩, ২০১৭ ১১:৩৫ পূর্বাহ্ণ