অনলাইন ডেস্ক:
জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে পঞ্চম এবং শেষ ম্যাচটি শুরু হয়েছে। একই সঙ্গে এটি সিরিজ নির্ধারণী ম্যাচও। সোমবার সকালে টস হেরে ব্যাট করতে নামা লঙ্কান ব্যাটিং লাইনআপে শুরুতেই এদিন কাঁপন ধরিয়ে দিয়েছেন সফরকারী বোলারা। ১০ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন সিকান্দার রাজা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভারে ৬ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১২৬ রান।
চলতি সিরিজে আগের চার ম্যাচে দু’টি করে জিতেছে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। আর প্রতিটি ম্যাচে পরে ব্যাট করা দলই জয়ের মালা পরেছে। আজ যদি সেই ভবিষ্যদ্বাণী সত্যি হয়, তাহলে বড় বিপদ অপেক্ষা করছে লঙ্কানদের সামনে। ইতিমধ্যে দুই ম্যাচে হেরে ৪ পয়েন্ট খুঁইয়েছে জয়াবর্ধনে ও সাঙ্কাকারার উত্তরসূরিরা। আর দুই জয়ে পেয়েছে কেবল এক পয়েন্ট। এর মধ্যে আজ হারলে সিরিজও হারাবে তারা। এর ফলে ৯০ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে থাকা লঙ্কানদের পয়েন্ট আরও কমবে। তখন লঙ্কানদের টপকে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার সুযোগ বাড়বে ক্যারিবীয়দের।
দৈনিক দেশজনতা/এমএম
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

