১৯শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:০১

বরিশালে ভিসা প্রসেসিং সেন্টারের আড়ালে ফেনসিডিল বিক্রি

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল নগরীর একটি ফ্লাটে অভিযান চালিয়ে ৬০ পিস ফেনসিডিলসহ চারজনকে আটক করা হয়েছে। পাশাপাশি ফেনসিডিলের ফাঁকা কিছু বোতলও উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ভিসা প্রসেসিং সেন্টারের আড়ালে অনামি লেনের ওই বাসায় ফেনসিডিল বিক্রি করা হতো। রবিবার রাতে পৃথক অভিযানে চার ব্যক্তিকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- বাপ্পী, রাজীব, নজরুল ও সেলিম।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার (ডিবি) মো. নাসির উদ্দিন মল্লিক জানান, রাতে নগরীর বাঁকলার মোড় এলাকা থেকে নজরুল ও সেলিম নামে দুইজনকে দুই বোতল ফেনসিডিলসহ প্রথমে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে সদর রোডের অনামি লেনের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্লাটে অভিযান চালানো হয়। এসময় বাপ্পী ও রাজীব নামে দুইজনকে আটক করা হয়। পাশাপাশি ৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়াও ফেনসিডিলের ফাঁকা ৩০টি বোতল উদ্ধার করা হয়েছে। তিনি জানান, ভিসা প্রসেসিং সেন্টারের আড়ালে অনামি লেনের এ বাসায় তারা ফেনসিডিলের এ ব্যবসা করে আসছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১০, ২০১৭ ১২:০৬ অপরাহ্ণ