২২শে এপ্রিল, ২০২৫ ইং | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:২৫
ব্রেকিং নিউজ

শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করলো মা

নিজস্ব প্রতিবেদক:

ভোলার লালমোহনে রুপা নামের ৫ বছরের এক শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করলো মানসিক প্রতিবন্ধি মা রুনা বেগম। এসময় কালাম, রেনুসহ তিন জনকে কুপিয়ে জখম করা হয়। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার হরিগঞ্জ রহিমপুর ১নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা অশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে লালামোহন হাসপাতালে ভর্তি করেন।

লালমোহন সার্কেল এএসপি রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাত সাড়ে ৮টার দিকে একই এলাকার প্রবাসী জামালের স্ত্রী রুনা বেগম তার কন্যা সন্তান রুপাকে কুপিয়ে হত্যা করেন। এসময় রুনা তার মা রেনু ও বাবা কালাম ও তার বোনকে কুপিয়ে জখম করেন। শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়ার হয়েছে। প্রাথমিক ভাবে রুনা মানসিক প্রতিবন্ধি বলে মনে হচ্ছে বলে জানান এএসপি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৪, ২০১৭ ১১:৫৬ পূর্বাহ্ণ