বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা আমির খানের ‘দঙ্গল’ ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দুর্দান্ত ব্যবসা করেছে। কোনো ভারতীয় ছবি এর আগে চীনে এত হিট হয়নি। কিন্তু ছবিটি বিশ্বজুড়ে ২০০০ কোটি টাকা আয় করেছে বলে যা শোনা যাচ্ছিল তা কিন্তু সত্যি নয়। এবিপি আনন্দ জানায়, দঙ্গলের মুখপাত্রই জানিয়েছেন যে পরিসংখ্যান অনুাযায়ী দঙ্গল দেশীয় ও আন্তর্জাতিক বাজারে এখন পর্যন্ত ১৮৬৪ কোটি টাকার ব্যবসা করেছে। তিনি বলেছেন, সুপার ডুপার হিট এ ছবি ২০০০ কোটির ব্যবসা করেছে বলে শোনা যাচ্ছে। কিন্তু ঘটনা হল, গত বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বজুড়ে দঙ্গল আয় করেছে ১৮৬৪ কোটি টাকা। যেভাবে ছবিটি নতুন পুরনো সব রেকর্ড ভেঙে দিয়েছে তাতে দঙ্গল টিম ভীষণ খুশি বলে তিনি জানিয়েছেন। বিশেষ করে বিশ্বজুড়ে দঙ্গল দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছে তা অভূতপূর্ব। অন্য যেসব এলাকায় ছবিটি এখনও মুক্তি পায়নি, সে সব জায়গার দর্শকদের কাছে এখন পৌঁছানোর চেষ্টা করছেন তারা।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

