২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:১১

ঘুষ ও দুর্নীতি সহ্য করা হবে না : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

সদ্য পাস হওয়া চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়নে গতিশীলতা আনাসহ ঘুষ ও দুর্নীতি কমাতে সচিবদের বিশেষ নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পে-স্কেল দেয়ার মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা যথেষ্ঠ পরিমাণে বাড়ানো হয়েছে, তাই কোন রকম ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না। কারণ পে-স্কেলে বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন যেহারে বেড়েছে, তা বিশ্বে বিরল। তাই জনগণ যেন সেবা পায় সেদিকে দৃষ্টি রাখতে হবে।

আজ রোববার সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সচিব কমিটির সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। এরআগে বর্তমান সরকারের চলতি মেয়াদের শুরুতে প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে প্রথম বৈঠক করেন। আজ দ্বিতীয় বারের মতো তিনি এ বৈঠক করেন।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী বাজেট বাস্তবায়ন করাসহ বিভিন্নদিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরে তিনি সচিবদের বক্তব্য শোনেন। বাজেট বাস্তবায়নে করনীয় সম্পর্কে দ্রুত পদক্ষেপ নিতে সচিবদের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার বাড়াতে হবে। বছরের শুরুতে এর গতি বাড়াতে হবে। যাতে বর্ষার আগেই উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করা যায়, বছরের শেষে কোনও তাড়াহুড়া করা যাবে না। অগ্রাধিকারমূলক প্রকল্প তাড়াতাড়ি বাস্তবায়ন করতে হবে। গৃহিত প্রকল্পসমূহ বাস্তবায়নে কোন ধরণের গাফলতি বরদাস্ত করা হবে না।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ২, ২০১৭ ৮:০২ অপরাহ্ণ