বিনোদন ডেস্ক:
বলিউডে দীর্ঘদিন ধরেই রাজত্ব করছেন তিন খান এবং অক্ষয় কুমার। তবে অক্ষুয় কুমার বছরে তিন চারটি ছবি করলেও, তিন খান কিন্তু তাদের ছবির সংখ্যা এক বা দুইয়ে কমিয়ে ফেলেছেন। তাই স্বাভাবিকভাবেই তাদের প্রতিটি ছবি ঘিরে ভক্তদের আশা তৈরি হয় মারাত্মক।
এছাড়া শাহরুখ, সালমান এবং আমির খান তাদের ছবির প্রচারও করেন একেবারে অভিনব কায়দায়, যা থেকে দর্শকদের উত্সাহ আরও দ্বিগুন হয়। এরফলে সকলেরই আশা হয় এই তিন খানের কারও ছবি মুক্তি পেলে হলগুলোতে ভিড় উপচে পড়বে।
তবে ভারতের এবিপি আনন্দ পত্রিকার খবরে বলা হয়েছে, আপাতত ঈদের আগে মুক্তিপ্রাপ্ত সালমানের ছবি ‘টিউবলাইট’ সেই আশায় পানি ঢেলেছে। ‘টিউবলাইট’ দেখে ফিল্ম বিশেষজ্ঞ থেকে শুরু করে সালমানের একনিষ্ঠ ভক্ত সকলেই তাদের হতাশা প্রকাশ করে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় চলছে ‘টিউবলাইট’কে কেন্দ্র করে নানা ঠাট্টা তামাশা।
এদিকে বিশেষজ্ঞরাও ছবিটিকে ১ বা ১.৫ রেটিং দিয়েছেন। গোটা পরিস্থিতি দেখে ভাইজানের মন্তব্য, তিনি বিশেষজ্ঞদের থেকে এর চেয়েও খারাপ রেটিং আশা করেছিলেন। তবে বিশেষজ্ঞরা যাই বলুন, তিনি একটা বিষয় আত্মবিশ্বাসী, বক্স অফিসে ছবিটি ভালই ব্যবসা করবে।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

