নিজস্ব প্রতিবেদক:
ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটি রবিবার সন্ধ্যায় বৈঠকে বসছে। সারা দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করেই কমিটি এবারের রোজার ঈদের তারিখ ঘোষণা করবেন ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সন্ধ্যা সোয়া ৭ টায় ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে।
আজ চাঁদ দেখা গেলে এক মাস রোজার পর সোমবার ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীরা। আর চাঁদ দেখা না গেলে একদিন পিছিয়ে যাবে ঈদ।
এবার ২৫ থেকে ২৭ জুন রোজার ঈদের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদ পিছিয়ে গেলে ছুটিও একদিন বাড়বে।
দৈনিক দেশজনতা /এমএম
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

