আন্তর্জাতিক ডেস্ক:
ইন্দোনেশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামীকাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। শনিবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে জার্কাতা পোস্ট এ তথ্য জানিয়েছে। দেশটির ধর্মমন্ত্রী লুকমান হাকিম সাইফুদ্দিন জানান, রোববার ইন্দোনেশিয়ায় ঈদ উদযাপন হবে।
গত ২৬ মে সৌদি আরবসহ অধিকাংশ দেশে রমজান মাস শুরু হয়। এর একদিন পর বাংলাদেশে রোজা পালন শুরু করেন মুসলিম ধর্মাবলম্বীরা।
দৈনিক দেশজনতা /এমএম
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

