নিজস্ব প্রতিবেদক:
নুসরাত ফারিয়াকে এককথায় সংজ্ঞায়িত করতে হলে অবশ্যই বলতে হয়, ‘বিউটি উইথ ব্রেইন’। ২৩ বছর বয়সেই আন্তর্জাতিক খ্যাতি। ঢাকাই ছবির একমাত্র নায়িকা যার বলিউড কানেকশন আছে। এই ঈদে মুক্তি পাচ্ছে তার ‘বস-টু’। বস-টু’র প্রচার করতে গিয়ে কলকাতার একটি গণমাধ্যমে ফারিয়া দাবি করেছেন, টালিউডে তাকে টেক্কা দেবে, বাংলাদেশে এমন নায়িকা নেই।
টলিউডে নিজের প্রতিযোগী নিয়ে ফারিয়া বলেন, বাংলাদেশ থেকে আমার কনটেম্পোরারি, যে আমাকে বিট করবে আমার মনে হয় না কেউ আছে।
পরিমণিকে পাত্তা না দেওয়া ভঙ্গিতে ফারিয়া বলেন, পরি আমার আগেই এখানে এসে একটা ফিল্ম করেছে। যদি আমাকে বিট করারই হত তাহলে করে নিত। (শরীরী ভাষায় ফুটে উঠল ভীষণ আত্মবিশ্বাস) আই ডোন্ট থিঙ্ক সো। নো ওয়ান ইজ থ্রেট টু মি।
তবে জয়া আহসানকে সন্মান জানালেন, আর বললেন, ‘উনি ‘বিসর্জন’ করে জাতীয় পুরস্কার পেয়েছেন। শি ইজ থ্রেট টু এভরি ওয়ান (হাসি)। সব বাংলাদেশিদের জন্য উনি থ্রেট। তিনি খুব বড় মাপের অভিনেত্রী। আমার জন্মের আগে থেকেই কাজ করছেন। সুতরাং উনি কোনও ভাবেই আমার থ্রেট নয়। আমার মনে হয় না কমার্শিয়াল সিনেমায় আমার থ্রেট কেউ আছে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

