নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্তে বিএসএফ‘র গুলিতে সোহেল রানা (১৭) ও হারুন-অর রশিদ (১৫) নামে ২ কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে বাংলাদেশের বিপরীতে ভারতের কুমারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মহেশপুরের বাকশপোতা স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সোহেল রানা খোসালপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। অনদিকে নিহত হারুন-অর রশিদ মহেশপুরের শ্যামকুড় গ্রামের কাউসার আলীর ছেলে।
বিজিবির খোসালপুর ক্যাম্প কমান্ডার আবু তাহের খবরের সত্যতা স্বীকার করে বলেন, আমি সিভিল সোর্স মারফত দুই বাংলাদেশি কিশোর নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছি। তিনি জানান- নিহতদের মধ্যে সোহেল সপ্তম শ্রেণির ছাত্র। সে বাকশপোতা হাইস্কুলে পড়তো।
তিনি সংবাদ মাধ্যমকে জানান, গরু পাচারকারীদের খপ্পরে পড়ে নিহত দুই কিশোর ভারতে অভ্যন্তরে ঢুকেছে। দুই কিশোরকে টাকার লোভ দেখিয়ে প্রলুব্ধ করতে পারে বলে তার ধারণা। লাশ দুইটি একটি কলা বাগানের মধ্যে পড়ে আছে বলে সোর্স আমাকে বলেছে, যোগ করেন আবু তাহের। সর্বশেষ পরিস্থিতি নিয়ে খোসালপুর বিজিবি বিওপি ক্যাম্প কমান্ডার আবু তাহের জানান, দুপুর ২টার দিকে আমরা প্রতিবাদ পত্রসহ চিঠি দিতে গিয়েছি, কিন্তু বিএসএফ আমাদের চিঠি রিসিভ করছে না।
দৈনিক দেশজনতা/এমএম
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

