নিজস্ব প্রতিবেদক:
আল জাজিরা চ্যানেল দেখলেই দশ হাজার রিয়াল জরিমানা দিতে হবে যে কোন সৌদি নাগরিককে। পর্যটন ও জাতীয় ঐতিহ্য বিষয়ক কমিশন কাতারভিত্তিক এ সংবাদ চ্যানেলটি দেখা থেকে বিরত রাখতে এ ঘোষণা দেয়।
এর আগে কাতারের সাথে চলমান কূটনৈতিক যুদ্ধের মধ্যে সৌদি আরব গত বৃহস্পতিবার আলজাজিরা চ্যানেল নিষিদ্ধ করে। এরপরেও চ্যানেলটি সেন্সর করতে ব্যর্থ হলে অন্য যে কোন উপায়ে দর্শকদের এটি দেখা থেকে বিরত রাখতে এ বিধি আরোপ করে।
গণমাধ্যম প্রতিষ্ঠানকে আর্থিক সাহায্যের জন্য কাতারকে দোষারোপ করেছে সৌদি আরব। দেশটির মতে এরা সন্ত্রাসবাদ ও উগ্রবাদ প্রচার করছে।
কিন্তু আল জাজিরা দাবী করেছে তাদের ওয়েবসাইট হ্যাক করে তাদের নীতি পরিপন্থী তথ্য প্রচার করা হয়েছে, যা সৌদি আরবের বিরুদ্ধে যায়। তবে অনেক নিরাপত্তা বিশ্লেষক মনে করছেন, পূর্ব থেকে পরিকল্পনা করেই এসব ঘটানো হয়েছে কাতারকে কোনঠাসা করে দেশটির উদারনীতির পরিবর্তন করতে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন কাতারের সংবাদ মাধ্যম হ্যাক করে সৌদি আরব ও তার জোটের ব্যাপারে মিথ্যা সংবাদ প্রচারের ক্ষেত্রে রাশিয়ার হ্যাকাররা কাজ করে থাকতে পারে।
কাতারের সরকারী গণমাধ্যম হ্যাক করে সেখানে কাতারের আমিরের নামে সৌদি বিরোধী ও ট্রাম্প বিরোধী মন্তব্য ছাপা হয়েছিল। সেখানে ইরানের প্রতি বন্ধুভাবাপন্ন মন্তব্য প্রকাশ করা হয়েছিল আর ট্রাম্প নিয়ে আশঙ্কা করা হচ্ছিল তিনি ক্ষমতা শেষ করতে পারবেন কিনা এ নিয়ে।
এ নিয়ে সম্পর্ক বিচ্ছেদের জের ধরে সোমবার সৌদি আরব দেশটির স্থানীয় আল জাজিরা অফিস বন্ধ করে দেয়। তার আগে গত মাসে মিশর, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত আল জাজিরা টেলিভিশনের মূল ওয়েবসাইটসহ ২১ টি ওয়েবসাইটে নিষিদ্ধ করে। সূত্র: এন আরব, হার্টেজ
দৈনিক দেশজনতা/এন এইচ