২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫২

দ্বিতীয় দিনের মতো হিলি বন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ

দিনাজপুর সংবাদদাতা:
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সোমবার দ্বিতীয় দিনের মতো সব ধরণের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। গত ৭ দিন ধরে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে পাথর রফতানি বন্ধ করে দেয়ার ঘটনায় বাংলাদেশের ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখেন।

এদিকে দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য বন্ধ থাকার ফলে সীমান্তের ওপারে আটকে আছে আমদানি করা প্রায় ৫ শতাধিক পেঁয়াজসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, পদ্মা সেতু প্রকল্পসহ দেশের মেগা প্রকল্পের জন্য ভারত থেকে পাথর আমদানি করা হচ্ছিল। হঠাৎ করেই গত ২৩ সেপ্টেম্বর ভারতীয় ব্যবসায়ীরা তাদের নিজস্ব অভ্যন্তরীণ বিরোধের কারণ দেখিয়ে এই বন্দর দিয়ে বাংলাদেশে পাথর রফতানি বন্ধ করে দেন। এরপর থেকে বিষয়টি সমাধানের জন্য একাধিকবার ভারতের ব্যবসায়ীদের জানানো হয়। কিন্তু তারপরেও তারা পাথর রফতানি বন্ধ রাখেন। এ কারণে আমরা রবিবার থেকে এই বন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি বন্ধ করে দেই।

প্রকাশ :অক্টোবর ২, ২০১৮ ১০:৩০ পূর্বাহ্ণ