১৩ই এপ্রিল, ২০২৫ ইং | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৫
ব্রেকিং নিউজ

৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

যশোর প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্তে ৩০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি। রোববার ভোরে শিকড়ি সীমান্তের একটি মাঠ থেকে শাড়ির চালানটি উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার আবুল কাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একদল চোরাকারবারি ভারত থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি পাচার করে বাংলাদেশে নিয়ে আসবে। এমন সংবাদে বিজিবির একটি টহল দল শিকড়ি মাঠ এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৫৪০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ লাখ।

উদ্ধারকৃত শাড়ি বেনাপোল কাস্টমসে আটক শাখায় জমা করা হবে বলে জানান নায়েক সুবেদার আবুল কাসেম।

প্রকাশ :আগস্ট ১৯, ২০১৮ ২:২৬ অপরাহ্ণ