২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২৭

লঘুচাপে সকাল থেকেই ঢাকার আকাশে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার আকাশ আজ সকাল থেকেই গোমড়া। কান্নার মতো ঝরছে বৃষ্টি। কারণটা হচ্ছে লঘুচাপ। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে ভারতের ঝাড়খন্ড ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজার বন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

লঘুচাপের প্রভাবে আজ মঙ্গলবার ভোর থেকে সারা দেশে বৃষ্টি হচ্ছে। গতকাল সোমবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে, ৮৮ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যার পূর্বাভাসে জানায়, মঙ্গলবার চট্টগ্রাম, বরিশাল, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

প্রকাশ :জুলাই ১৭, ২০১৮ ১০:৪৬ পূর্বাহ্ণ