১৩ই এপ্রিল, ২০২৫ ইং | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:২২
ব্রেকিং নিউজ

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মাঝির মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে পড়ে আবুল খায়ের নামে বর যাত্রীবাহী নৌকার মাঝির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আদাঐর গ্রামের অদূরে খাস্টি নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আবুল খায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে।

আদাঐর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারুক পাঠান জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার মাধবপুর উপজেলার হরিপুর গ্রাম থেকে একটি বর যাত্রীবাহী নৌকা মাধবপুর আসছিলো। পথিমধ্যে আদাঐর গ্রামের অদূরে খাস্টি নদীতে হেলে থাকা বিদ্যুতের তারে নৌকার বৈঠা লেগে মাঝি আবুল খায়ের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে পড়ে যান। এরপর তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিলো না। একপর্যায়ে আজ বৃহস্পতিবার মরদেহটি ভেসে উঠলে পুলিশ গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, মাঝি আবুল খায়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রকাশ :জুলাই ১২, ২০১৮ ৫:৩৫ অপরাহ্ণ