১৯শে এপ্রিল, ২০২৫ ইং | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:৫৭
ব্রেকিং নিউজ

গেমারু নাটকে সাজ্জাদ ও নাদিয়া

বিনোদন ডেস্ক:

শান্ত ও বিনয়ী সজল মা-বাবার একমাত্র সন্তান। বাধ্য ছেলের মতো তাদের পছন্দে পাত্রী দেখতে যায়। উর্মি নামের মেয়েকে দেখতে গিয়ে পড়ে ফাঁদে।

এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘গেমারু’। কবি ও নাট্যকার মিজানুর রহমান বেলালের চিত্রনাট্যে পরিচালনা করেছেন সাহেল সুমন।

জুটি হয়ে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সালহা খানম নাদিয়া। আরো দেখা যাবে শবনম পারভীন, খলিলুর রহমান কাদেরি, খায়রুল আলম টিপু, শেখ স্বপ্না প্রমুখকে।

নাটকের পরের অংশ এমন— উর্মি ও সজলকে একান্ত কথা বলার সুযোগ দিয়ে সবাই চলে যায়। উর্মি সাহসী ছেলেকে বিয়ে করবে বলে জানায়। সজল নিজেকে সাহসী হিসেবে তুলে ধরার চেষ্টা করে। ব্লু হোয়েল গেমের মতো চ্যালেঞ্জ দেয়, সেটা অতিক্রম করতে পারলেই উর্মি সজলকে বিয়ে করবে।

প্রথম ধাপে তারা অচেনা জায়গার উদ্দেশ্যে রওনা হয়। গেমের প্রতিটি ধাপে সজলকে নানান যন্ত্রণা দিতে থাকে উর্মি। যেমন, মেঝেতে ঘুমানো, তার প্রসাধনীর জিনিসপ্রত্র নিয়ে পেছনে পেছনে ঘুরা, হাত দিয়ে মুখে তুলে খাবার খাওয়ানো, রোদে ছাতা নিয়ে পেছনে থাকা ইত্যাদি।

কিন্তু সজল জিততেই চায়।। তার জীবনে কোনো হার নেই। এক পর্যায়ে উর্মি হারিয়ে যায়। ঘটে লোমহর্ষক ঘটনা। শেষ পর্যন্ত সজল জয়ী হয় না হেরে যায়?

ঈদুল ফিতরে নাটকটি টেলিভিশনে প্রচার হবে বলে জানালেন নির্মাতা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১৮, ২০১৮ ১২:১৩ অপরাহ্ণ