১৯শে এপ্রিল, ২০২৫ ইং | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:৫৬
ব্রেকিং নিউজ

প্রথম দিনেই ‘পদ্মাবত’কে ছাড়িয়ে ‘বাগি ২’

বিনোদন ডেস্ক:

মুক্তির প্রথম দিনেই ভাল রকম হিটের প্রতিশ্রুতি রাখল টাইগার শ্রফ ও দিশা পাটানির ‘বাগি ২’। শুধু গতকালই ছবিটি ২৫.১০ কোটি টাকার ব্যবসা করেছে।

আলোচনা কিংবা আগ্রহের দিক দিয়ে মাইল খানেক এগিয়ে ছিলো ‘পদ্মাবত’। সঞ্জয়লীলা বানসালি পরিচালিত তারকাবহুল এই ছবি প্রথম দিনে আয় করেছিলো ১৯ কোটি রুপি। যা ছিলো চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন।

এবার প্রথম দিনের আয়ে ‘পদ্মাবত’কে টপকে গেলো ‘বাগি ২’। মুক্তির প্রথম দিন তথা শুক্রবার (৩০ মার্চ) ছবিটি আয় করে ২৫.১০ কোটি রুপি।

২০১৬-য় মুক্তি পাওয়া ছবি ‘বাগি’-র সিক্যুয়েল এই ‘বাগি ২’। টাইগার-দিশা ছাড়াও এতে রয়েছেন মনোজ বাজপেয়ী, রণদীপ হুডা, প্রতীক বব্বর ও দীপক দোব্রিয়াল। ছুটি দিনে ছবিটির বক্স অফিসে ঝনঝনানি অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।

‘বাগি ২’ পরিচালনা করেছেন আহমেদ খান। প্রযোজনায় ফক্স স্টার স্টুডিওজ ও সাজিদ নাদিয়াদওয়ালা।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :মার্চ ৩১, ২০১৮ ৮:০৪ অপরাহ্ণ