স্পোর্টস ডেস্ক:
আইপিএলে ২০১৬ সালে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের অভিষেক হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে। তবে এবছর তাকে ২ কোটি ২০ লাখ রূপিতে কিনে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। তাদেরই মুখোমুখি হবে দুই বছর পর ফেরা দল চেন্নাই সুপার কিংস। সেখানে অধিনায়ক হিসেবে ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি। এই দু’দলের দ্বৈরথেই ৭ এপ্রিল শুরু হচ্ছে আইপিএলের একাদশ আসর।
এবার লিগ পর্যায়ের ৪৪টি ম্যাচ হবে সন্ধ্যায়, ১২টি ম্যাচ হবে বিকেলে। আর মোট ১৩টি ডাবল হেডার ম্যাচ খেলা হবে শনি ও রোববারে।
আটটি ফ্র্যাঞ্চাইজির আট হোম ভেন্যু ছাড়াও ইন্দোরকে নবম ভেন্যু হিসেবে ব্যবহার করা হবে। কিংস ইলেভেন পাঞ্জাব দলের ঘরের মাঠের ম্যাচগুলো খেলা হবে এখানে। টুর্নামেন্টের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। এছাড়া প্রথম কোয়ালিফায়ার ম্যাচও অনুষ্ঠিত হবে এখানে।
দৈনিক দেশজনতা/এন এইচ