২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:০০

আইডিএলসি ফাইন্যান্সের ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারের আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর ২০১৭ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬.১৩ টাকা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছিল ৫.৪৯ টাকা।

এদিকে, সদ্য সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৩.৪১ টাকা ও শেয়ারপ্রতি সমন্বিত নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৯.৭৬ টাকা। যা আগের বছর একই সময় যথাক্রমে ২৩.৭০ টাকা ও ৩.১৮ টাকা (নেগেটিভ) ছিল।

ডিভিডেন্ড অনুমোদনে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টায় রেডিসন ব্লু’র উৎসব হলে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য আগামী ৮ মার্চ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, আইডিএলসি ফাইন্যান্স ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরেও বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ১ হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনধারী আইডিএলসি ফাইন্যান্সের পরিশোধিত মূলধন ৩৭৭ কোটি ৫ লাখ ১০ হাজার টাকা। বুধবার দিনশেষে কোম্পানিটির সমাপনী বাজার দর ছিল ৭৮.৪০ টাকা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ১২:০০ অপরাহ্ণ