২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০০

চট্টগ্রামে প্রথম ম্যাচে মুখোমুখি খুলনা-রংপুর

স্পোর্টস ডেস্ক:

সিলেট ও ঢাকা পর্ব শেষ করে বিপিএল এখন বন্দরনগরী চট্টগ্রামে। শহরের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার দুপুর ২টায় শুরু হচ্ছে এই পর্বের প্রথম দ্বৈরথ। ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স। জাতীয় দলের দুই সতীর্থ রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নিজেদের দল নিয়ে এবারের বিপিএলে প্রথমবারের মত মুখোমুখি লড়বেন।

.মাহমুদউল্লাহের নেতৃত্বে সাফল্যের পথে রয়েছে খুলনা। ৭ ম্যাচে দুটিতে হার। দুই হারই ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। চার জয়ে ৯ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত বিপিএলে তিন নম্বর দল তারা। দারুণ ধারাবাহিক অধিনায়ক মাহমুদউল্লাহ নিজে। ২৫ বছরের তরুণ ব্যাটসম্যান আরিফুল হক নিয়মিত খেলছেন ম্যাচ জেতানো ইনিংস। আর ডানহাতি পেসার আবু জায়েদ রাহী তো ১২ উইকেট নিয়ে এখন পর্যন্ত এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী। আর রংপুর দলে আছেন টি-টুয়েন্টির সবচেয়ে ভয়ংকর দুই ব্যাটসম্যান ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম। দুজন স্কোয়াডে যোগ দেয়ার পর সর্বশেষ তিন ম্যাচের দুটিতেই জিতেছে মাশরাফির দল। মাশরাফি, শাহরিয়ার নাফিস ও রবি বোপারার মত অভিজ্ঞ খেলোয়াড় থাকা সত্ত্বেও প্রথমদিকের তিনটি ম্যাচ হেরে পিছিয়ে গেছে রংপুর। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম দল তারা।

শীর্ষ চারে জায়গা পাওয়ার জন্য এই পর্বের প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ রংপুরের জন্য। আর পা হড়কালে নিজেদের স্থান হারানোর সম্ভাবনা রয়েছে খুলনার। তাই শুক্রবার উত্তেজনায় পরিপূর্ণ লড়াই আশা করাই যায়। দিনের দ্বিতীয় খেলায় ঘরের মাঠে চিটাগং ভাইকিংস মুখোমুখি হবে সিলেট সিক্সার্সের। সন্ধ্যা ৭টায় একই ভেন্যুতে শুরু হবে ম্যাচটি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ২৪, ২০১৭ ১১:৪৭ পূর্বাহ্ণ