২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৩

ঘুনধুম সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ওপর গুলি ছুড়ছে মিয়ানমার বাহিনী

কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

রাখাইনে ফের সৃষ্ট সংঘাতে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে মিয়ানমারের সীমান্ত রক্ষীরা। শনিবার দুপুরের দিকে থেমে থেমে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্র““ এলাকায় শূন্যরেখায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে গুলি চালায় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এতে রোহিঙ্গাদের আহত বা নিহত হওয়ার খরব পাওয়া না গেলেও বাংলাদেশ সীমান্তে বসবাস কারী স্থানীয় জনগনের মধ্যে আতংক বিরাজ করছে। অনেকেই অজানা ভয়ে সীমান্তবর্তী ঘর ছেড়ে দুরের আত্বীয়স্বজনদের বাড়ীতে আশ্রয় নিচ্ছে। এক কথায় বলা যায়, এক ভীতিকর অবস্থা বিরাজ করছে সীমান্ত জুড়ে। বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার বেলা ১টার দিকে মিয়ানমারের সীমান্তরক্ষীরা বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি ছুড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গুলির ঘটনার পর বাংলাদেশ সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে বলে জানান সীমান্ত রক্ষী বাহিনীর এ কর্মকর্তা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৬, ২০১৭ ৭:০৬ অপরাহ্ণ