আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানে ন্যাশনাল পার্লামেন্টে ২২১ ভোট পেয়ে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে শহীদ খাকান আব্বাসী। গত শুক্রবার পানামা পেপার্স সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগে নওয়াজ শরীফ সরে দাঁড়ানোর পর স্বল্প মেয়াদের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সাবেক এই জ্বালানি মন্ত্রী।
অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে অন্যান্য প্রার্থীরা ছিলেন নাভিদ কামার, শেখ রশিদ আহমেদ ও সাহিবজাদা তারিকুল্লাহ। আব্বাসী ২২১ ভোট পেয়ে বিশাল ব্যবধানে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। পাকিস্তান পিপলস পার্টির নাভিদ কামার ৪৭, শেখ রশিদ ৩৩ ও জামাতে ইসলামির তারিকুল্লাহ মাত্র ৪টি ভোট পেয়েছেন।
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আব্বাসী বলেন, আমি পার্লামেন্ট মেম্বার, জনগণ ও জনগণের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাজনৈতিক বিদ্বেষ ছড়ানো স্বত্ত্বেও ইমরান খানের প্রতিও আমি কৃতজ্ঞ। ডন ও পাক ট্রিবিউন
দৈনিক দেশজনতা /এন আর