২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৩৯

রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

শাহ আলম,রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মোঃকামরুজ্জামান (৩৫)। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শহরের উন্নয়ন বোর্ডের ভবন সংলগ্ন এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,কয়েক জন শ্রমিক ওই বহুতল ভবনে নির্মাণ কাজ করছিলেন। এ সময় হঠাৎ ঝুলন্ত ৩৩ হাজার ভল্টের ছেঁড়া তারের সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মোঃ কামরুজ্জামান মারা যান। বহুতল ভবন থেকে তাকে উদ্ধার করে চুপচুাপে শেষ সমাধা করার জন্য চেয়েছিল ভবন কর্তৃপক্ষ কিন্তু তা করতে ব্যর্থ হয়েছে তারা। প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয়রা জানান ভবনটির মালিকের চরম গাফেলতির কারনে আজ একটি যুবকের তাজা প্রাণ চলে গেল।
কোতয়ালী থানা সূত্রে জানা যায়, এঘটনায় লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।
তবে বিষয়টি আরো গভীর ভাবে অনুধাবন করতে পুলিশ ভবনের তদারককারি শুটকি ব্যবসায়ি জসিম ও নির্মাণকাজের হেডমিস্ত্রিকে থানায় আটক করা হয়েছে। পুলিশ আরো জানান, নিহতের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার ভাঙ্গামোড় গ্রামের মৃত আজহার
আলীর ছেলে সে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রশীদ জানান, এই ঘটনায় কথা বলতে
ভবনের কেয়ারটেকার জসিম ও নির্মাণ কাজের হেডমিস্ত্রিকে থানায় আটক করা হয়েছে। নিহত মোঃ কামরুজ্জামানের লাশ ময়না তদন্ত শেষে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জুলাই ২৭, ২০১৭ ৯:৩৮ অপরাহ্ণ