রংপুর প্রতিনিধি:
রংপুরের একটি প্রাইভেট হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে মৃধা নামে চার বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির আতœীয়স্বজনরা দাবীকরছেন ওই হাসপাতালে হারনিয়ার অস্ত্রপচারের নামে শিশুটির কীডনি চুরি করা হয়েছে ।
জানাগেছে, শিশুটি হঠাৎ পেটে ব্যাথা হলে পল্লীচিকিৎসক হিটলের মাধ্যমে সোমবার শিশুটিকে ওই হাসপাতলে ভর্তি করান। বিভিন্ন ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার পর মঙ্গলবার সন্ধায় হারনিয়ার অস্ত্রপচার শুরু হয়। কিন্তু কয়েক ঘন্টা অতিবাহিত হলেও অস্ত্রপচার শেষ না হওয়ায় তাদের সন্দেহ হয়। এসময় হিরম্ব কুমার ও বিপ¬ব নামে দুই ডাক্তার অক্সিজেন দিতে শিশুটিকে অন্য কোন হাসপাতালে নিয়ে যেতে বলে সটকে পরেন। হাসপাতালের ৯ পরিচালকও পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ওই হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে মৃধা নামে শিশুটির মৃতদেহ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই হাসপাতালের তিন নারী কর্মীসহ ছয় জনকে আটক করেছে।
দৈনিক দেশজনতা/এন আর